প্রিপেইড মিটার ব্যাবহার সম্পর্কিত নির্দেশিকা - দাপুনিয়া বাজার

Breaking

দাপুনিয়া বাজার

দাপুনিয়ার সরবশেষ আপডেট নিয়মিত পেতে এই সাইট ভিজিট করুন।

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

30 August 2017

প্রিপেইড মিটার ব্যাবহার সম্পর্কিত নির্দেশিকা

প্রিপেইড মিটার সম্পর্কে কিছু তথ্য কিছুদিন আগেই জানানো হয়েছিল। আজ এর ব্যাবহার সম্পর্কিত নির্দেশিকা জেনে নিন।

 

আগামী কুরবানি ঈদ এর পর বাসায় বাসায় লোক গিয়ে পুরাতন মিটার এর বদলে নতুন প্রিপেইড মিটার সংযোগ করে দিবে এতে গ্রাহক কে কোন টাকা দিতে হবে না। মিটার চালু করার সাথে সাথে আপনাকে ১০০ টাকা লোন দিবে, তাছাড়া নতুন মিটার এর সাথে একটি কার্ড প্রদান করবে,



এই কার্ড টি দেখিয়ে সাথে আপনি কত টাকা লোড করবেন সেই টাকা কাউনটারে জমা দিয়ে একটা স্লিপ সংগ্রহ করতে হবে যা দাপুনিয়া বাজার বিদ্যুৎ অফিস এ পাওয়া যাবে। প্রথম অবস্তায় আপনার অ্যাকাউন্ট থেকে ১০০ টাকা ফী কাটা হবে যা একবার ই কেটে নিবে।এবার আপনার স্লিপ এর একবারে নিচে ২০ সংখ্যার কোড থাকবে এই কোড ই হচ্ছে মূল টাকার পরিমান।



## আপনার টাকার পরিমান জানতে ০০ পরে নীল বোতাম চাপুন।

** টাকা লোন করতে ৮৯৮৯৮৬৮৬ পরে নীল বোতাম চাপুন। 

&& লোন এর টাকার পরিমান দেখতে ৩৮ পরে নীল বোতাম চাপুন।

1 comment:

Post Top Ad

Responsive Ads Here