ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজার গরু হাঁট - দাপুনিয়া বাজার

Breaking

দাপুনিয়া বাজার

দাপুনিয়ার সরবশেষ আপডেট নিয়মিত পেতে এই সাইট ভিজিট করুন।

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

31 August 2017

ঐতিহ্যবাহী দাপুনিয়া বাজার গরু হাঁট

দাপুনিয়া বাজার গরুর হাঁট এ পবিত্র ঈদ উল আযহা উপলক্ষে আজ এক বিরাট কোরবানি পশুর হাঁট অনুষ্ঠিত হয় । বিগত দশ বছর এর মধ্যে এইবার রেকর্ড সংখ্যক গরু হাঁটে উঠতে দেখা যায়।

 

এই হাঁট এ দেশী ও বিদেশি জাতের গরু ও ছাগল ছাড়া অন্য কোনো পশু দেখা যায় নি । ক্রেতা ও বিক্রেতার সাথে কথা বলে জানা যায় দাম দর প্রায় নাগাল এর মধ্যেই রয়েছে । এই হাঁটে কোনো বিশৃঙ্খলার খবর পাওয়া যায়নি । 

 হাঁট শুরুর শুরুতে বিক্রেতা কিছুটা উচ্চহারে দাম চাইলেও বেলা বারার সাথে সাথে তা অনেকটা স্বাভাবিক হয় জানায় ক্রেতা সাধারন । উৎসব মুখর পরিবেশে হাঁটে ক্রেতা ও বিক্রেতা উভয়কে আসতে দেখা যায়।

 

এই হাঁট এ সর্বচ্চ গরু দাম হয় এক লাখ চল্লিশ হাজার টাকা  (১,৪০,০০০)


No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here