দাপুনিয়া বাজারে স্থায়ীভাবে শহীদমিনার প্রয়োজন - দাপুনিয়া বাজার

Breaking

দাপুনিয়া বাজার

দাপুনিয়ার সরবশেষ আপডেট নিয়মিত পেতে এই সাইট ভিজিট করুন।

test banner

Post Top Ad

Responsive Ads Here

Post Top Ad

Responsive Ads Here

28 March 2016

দাপুনিয়া বাজারে স্থায়ীভাবে শহীদমিনার প্রয়োজন

 শিক্ষা নগরী ময়মনসিংহের নি‌কট দূরবর্তী দাপুনিয়া বাজারকে বলা হয় শিক্ষা উপনগরী। সদর থানার দাপুনিয়া ও ঘাগড়া ইউনিয়নের প্রাণকেন্দ্র এই বাজারে রয়েছে একাধিক কলেজ সহ প্রায় বিশটির মতো শিক্ষা প্রতিষ্ঠান ।

 



কিন্তু বিভিন্ন জাতীয় দিবস গুলোতে সবগুলো প্রতিষ্ঠান একত্রিত হয়ে অনুষ্ঠান করার মত নেই কোনো মুক্তমন্চ এবং ভাষাশহীদদের ফুলেল শ্রদ্ধা জানানোর উল্লেখ করার মত নেই কোন শহীদ মিনার। এ কারনে প্রতিষ্ঠানগুলো অস্থায়ীভাবে শহীদমিনার তৈরি করে ভাষাশহীদদের শ্রদ্ধা নিবেদন করে।


                                        
তাই অত্র এলাকার জন প্রতিনিধি, শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান ও পর‌িচালক এবং বিত্তবানদের প্রতি আবেদন থাকবে দাপুনিয়া খেলার মাঠে ময়মনসিংহের কেন্দ্রীয় শহীদ মিনারের ন্যায় একটি শহীদ মিনার স্থাপন করে অত্র এলাকার শিক্ষার্থীদেরকে জাতীয় দিবস গুলো উদযাপনে উৎসাহিত করবেন।



সূত্রঃ DP নিউজ
 

 

No comments:

Post a Comment

Post Top Ad

Responsive Ads Here